চলতি বছরের ডেঙ্গু শনাক্তের অর্ধেকই আক্রান্ত হয়েছে গেলো অক্টোবর মাসে। মারাও গেছেন প্রায় মোট মৃত্যুর অর্ধেক গেলো অক্টোবরে। তবে এবার আক্রান্ত মৃত্যু দুইটিই বেশি দক্ষিণ সিটি করপোরেশনে। কিটতত্ববিদরা বলছেন, দক্ষিণ সিটিতে মশা নিধনে গুরত্ব দেয়া হয়েছে কম।
এবছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬১ হাজার ৮১৭ জন।
এরমধ্যে শুধু অক্টোবরে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৮৭৯ জন। গেলো নয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টম্বর পর্যন্ত যতো মানুষ আক্রান্ত হয়েছে এক অক্টোবরেই তার চেয়ে বেশি আক্রান্ত হয়েছে।
মারা যাওয়ার হিসাবও ভয়ঙ্কর মাস অক্টোবরে দীর্ঘ। সবচেয়ে বেশি ১৩৪ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন গেলো মাসে।
তবে এবার আক্রান্ত এবং মৃত্যুতে সবচেয়ে এগিয়ে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন। মারা গেছে ১৪২ জন চলতি বছরে। আক্রান্ত হয়েছে প্রায় ১৫ হাজার।
কিটত্বত্তবিদরা বলছেন, মশা নিধনে সঠিক ভূমিকা না নেয়াতে আক্রান্ত ও মৃত্যু দুইটি বেশি দক্ষিণ সিটিতে। নভেম্বর ডিসিম্বরেও এসব এলাকায় থাকবে ডেঙ্গুর প্রকোপ।
মশার বংশ বিস্তার রোধে মশা নিধনে সব স্থানে সমান গুরুত্ব দেয়ার ও তাগিদ দেন কিটত্বত্তবিদরা।
এনএ/