১৪/০১/২০২৬, ৫:৪১ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৫:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অপারেশন ডেভিল হান্ট: জয়পুরহাটে এক সপ্তাহে গ্রেপ্তার ১৪ জন

অপারেশন ডেভিল হান্টে গত এক সপ্তাহে জয়পুরহাটে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গত ২৪ ঘন্টায় মেহেদী হাসান নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, জয়পুরহাটে গত রবিবার থেকে অপারেশন ডেভিল হান্টে ১৪ জন আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে জয়পুরহাট থানায় সাতজনকে, পাঁচবিবি থানায় চারজনকে, কালাই থানায় দুইজনকে, আক্কেলপুর থানায় একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, আক্কেলপুর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, ক্ষেতলাল থানা আওয়ামী লীগের সহসভাপতি মোফাজ্জেল হোসেন, কুসুম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিরাজুল ইসলাম নান্নু, পাঁচবিবি আ.লীগের সক্রিয়কর্মী হারুন অর রশিদ, পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাবেদুর রহমান, মোহাম্মাদাবাদ ইউপি সদস্য ও ওয়ার্ড আ.লীগের সভাপতি খাজামুদ্দিন মন্ডল, কালাইয়ের কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিশ চৌধুরী, জয়পুরহাট পৌরসভার ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, তিলকপুর ইউনিয়ন আ.লীগের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম, পুনট ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান, মাত্রাই ইউপি আ.লীগের সভাপতি মোহাম্মদ রাজা মিয়া এবং ছাত্র লীগের কর্মী মেহেদী হাসান।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ১৪ জন।

এনএ/

দেখুন: কারা ডেভিল? কাদের ধরতে চলছে অপারেশন ডেভিল হান্ট?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন