বহুল প্রতীক্ষিত মার্ভেল সিরিজ ‘ডেয়ারডেভিল: বর্ন অ্যাগেইন’ সিজন ২ এর নতুন ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। ট্রেলারে দেখা যায়, ম্যাট মর্ডক (চার্লি কক্স) ও উইলসন ফিস্ক (ভিনসেন্ট ড’অনোফ্রিও)-এর মধ্যে এক তীব্র যুদ্ধের প্রস্তুতি। যদিও ট্রেলারে বিস্তারিত কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও, ফিস্ক এখনও নিউ ইয়র্ক সিটির মেয়র এবং তা শহরের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। খবর দ্য ডেডলাইনের।
ট্রেলারে আরও দেখা যায়, ডেয়ারডেভিল তার ছায়ায় লড়াই চালিয়ে যাওয়ার সময় তাকে সহায়তা করতে হাজির হবে তার পুরনো বন্ধু জেসিকা জোন্স।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবচেয়ে তীব্র স্ট্রিট-লেভেল ড্রামা ‘ডেয়ারডেভিল: বর্ন অ্যাগেইন’ সিজন ২, যেটি আটটি পর্বে সম্প্রচারিত হবে। আগামী ২৪ মার্চ থেকে স্ট্রিমিং শুরু হবে।
এ মৌসুমে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডেবোরাহ অ্যান ওল (ক্যারেন পেইজ), আয়েলেট জুরার (ভ্যানেসা ফিস্ক), উইলসন বেটহেল (বেঞ্জামিন পয়েন্টেক্সটার/বুলসআই) এবং মার্গারিটা লেভিয়েভা (হিথার গ্লেন)। এছাড়া নতুন চরিত্র হিসেবে মঞ্চে উপস্থিত হবেন ম্যাথিউ লিলার্ড, যিনি রহস্যময় মিস্টার চার্লস হিসেবে পর্দায় আসবেন।
পড়ুন: সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো
দেখুন: টেকনাফে রোহিঙ্গাদের স*ন্ত্রাসে চরম আতঙ্কে স্থানীয়রা
ইম/


