রাশিয়ার ড্রোন হামলার কারণে যুদ্ধক্ষেত্রে কৌশল পরিবর্তন করতে বাধ্য হচ্ছে ইউক্রেন। ২৬ এপ্রিল যুদ্ধক্ষেত্র থেকে ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া আব্রামস এম১এ১ ট্যাংকগুলো সরিয়ে নিয়েছে। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে এসব ট্যাংক ইউক্রেনকে দেওয়া হয়।যুদ্ধক্ষেত্র থেকে আব্রামস ট্যাংক প্রত্যাহারের খবর নিশ্চিত করেছে দুই মার্কিন কর্মকর্তা।
২০২৩ সালের জানুয়ারিতে ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাংক দিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। তখন ইউক্রেনের জোর দাবি ছিলো, যুদ্ধক্ষেত্রে আব্রামস ট্যাংক, প্রতিটি ট্যাংকের মূল্য ১০ মিলিয়ন মার্কিন ডলার, রাশিয়ার বিরুদ্ধে লড়তে খুবই জরুরী।
এরপর থেকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অনুসন্ধানী এবং হান্টার-কিলার ড্রোনের ব্যবহার বেড়েছে। ড্রোনের দিয়ে সহজেই সনাক্ত করা যাওয়ায় ইউক্রেনের পক্ষে কঠিন হয়ে পড়ছে মূল্যবান ট্যাংকগুলো রক্ষা করা। কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে উন্মুক্ত স্থান দিয়ে গাড়ি চালিয়ে গেলেই ড্রোন সেগুলো সনাক্ত করছে।
রুশ হামলায় ৩১টি আব্রামস ট্যাংকের ৫টি ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে।