বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন অন্তর্বর্তীকালীন হেড কোচ ফিল সিমন্স আজ সকালে ঢাকায় পৌঁছেছেন। বিসিবি মঙ্গলবার বিকেলে চন্ডিকা হাথুরুসিংহেকে বহিষ্কার করার ঘোষণা দেওয়ার পরপরই সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত জানায়। তার ২৪ ঘণ্টা পার না হতেই শান্ত-লিটনদের দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন নতুন হেড কোচ ফিল সিমন্স।
আজ বুধবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সিমন্স তার যাত্রা শুরু করবে হেড কোচ হিসেবে।
জানা গেছে, দুই টেস্টের সিরিজ খেলতে আজ সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে প্রোটিয়ারা। একই ফ্লাইটে ঢাকায় এসেছেন বাংলাদেশ দলের নতুন হেড কোচ ফিল সিমন্সও।
এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে আমরা ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন।’
তিনি আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে তিনি দুইবার কোচিং করিয়েছেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রেও কাজ করেছেন। তার অভিজ্ঞতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।’