চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী। ঈদের ছুটি কাটিয়ে ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরছে মানুষ। রেলপথে, সড়কে- সবখানেই স্বস্তির যাত্রা। এদিকে, ঈদের দুদিন পরও গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকে।
জীবিকার কাছে হার মেনেছে আবেগ, ভালোবাসা। ঈদের আমেজ না কাটতেই, ইট পাথরের শহরে কর্মজীবী মানুষের ফেরার পালা। রাজধানী ঢাকাও ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ।
সকাল থেকে কমলাপুর, এয়ারপোর্ট রেল স্টেশনের সব ট্রেনেই দেখা গেছে যাত্রীর চাপ। নির্ধারিত সময়ে ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে খুশি ঢাকাবাসী।
সড়ক পথের অভিজ্ঞতাও ইতিবাচক। গাবতলী, সায়েদাবাদ, মহাখালীসহ ঢাকার বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ কম।
এদিকে, কাজের তাগিদে যারা ইট পাথরের শহরে ঈদ উদযাপন করেছেন, তাদের অনেকেই এখন ছুটেছেন বাড়ির পানে। ভিড় করছেন বাস টার্মিনাল কিংবা ট্রেন স্টেশনে।
-বিজ্ঞাপন-