34 C
Dhaka
বুধবার, মার্চ ১৯, ২০২৫

ঢাকায় ‘বরবাদ’ মুক্তি ঘিরে নিরাপত্তা শংকায় ভুগছেন প্রদর্শকরা

সবার অলক্ষ্যে যৌথ নীতিমালার আওতায় এফডিসিতে প্রিভিউ হয়ে গেল ভারতে চিত্রায়িত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে প্রিভিউ বোর্ড ছবিটি দেখে। পরে সেখানে উপস্থিত একাধিক সদস্য নিশ্চিত করেন ছবিটি ভারতেই চিত্রায়িত হয়েছে।

অনেকেই বলেন, ছবিটি সর্বোচ্চ তিনদিন দর্শক ধরে রাখার মতো উপাদান আছে। এক প্রশ্নের জবাবে উপস্থিত সদস্যগণ বলেন- “যা দেখলাম তাতে মনে হয়েছে এটা ঢাকাতে করলেও কোনো সমস্যা ছিল না। বাইরের উন্নত টেকনোলজিক্যাল সাপোর্ট ছবিটিকে বিশাল পরিসরের মনে হয়েছে সত্য, তবে সেটা আমাদের লোকজন দিয়ে করালেও হতো অথবা বাহির থেকে এনেও করা যেতো।”


শাকিব খানের ছবি বরাবর আলোচনায় থাকলেও এবারের ঈদে মুক্তি প্রতীক্ষিত “বরবাদ” ছবিটি সমালোচনার মুখে পড়েছে। সম্পূর্ণ ভারতে চিত্রায়িত এই ছবিটি এদেশে মুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নিয়ে প্রতিবেশি দেশটি তাদের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে নানা বিষোদগার করাতে প্রতিবেশি এই দেশের সঙ্গে লাল সবুজের দেশের সম্পর্কের অবনতি ঘটেছে।

কূটনৈতিক ও বাণিজ্য সর্বত্রই যখন প্রতিবেশি দেশটির সঙ্গে বাংলাদেশের দূরত্ব তৈরি হয়েছে সেই ক্রান্তিকালে বাংলাদেশের অর্থে ভারতীয় চলচ্চিত্রটি এদেশে মুক্তি দিলে এদেশের চলচ্চিত্রাঙ্গনে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন চলচ্চিত্রবোদ্ধারা।

ভারতীয় কলাকুশলীদের দ্বারা চিত্রায়িত এই ছবিটি এদেশে মুক্তি দেওয়া হলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে এমনটা মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

পাশাপাশি ছবিটি প্রদর্শনের সময় প্রেক্ষাগৃহে অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা করছেন অনেক প্রদর্শক।


জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, ভারতে চিত্রায়িত এই ছবিটি কোনোভাবেই এদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া যাবে না। আর দিলেও যৌথ প্রযোজনার বিষয়টির স্বচ্ছতার দাবিও তোলেন তারা। দেশীয় চলচ্চিত্রকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই শিল্পের মানুষদের জীবন মানের উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে চলচ্চিত্রের ক্যামেরা, ফ্লোরসহ যাবতীয় প্রযুক্তিগত যন্ত্রের ভাড়া কমিয়ে দিয়েছেন সেখানে ভারতের কলাকুশলীদের নিয়ে ভারতে চিত্রায়িত এই ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিলে শাকিব খান লাভবান হলেও এদেশীয় চলচ্চিত্রশিল্প মুখ থুবড়ে পড়বে বলে আশংকা প্রকাশ করছেন চলচ্চিত্র শিল্পের মানুষেরা।

অন্যদিকে, বলিউডের “অ্যানিমেল” ছবির ছায়া অবলম্বনে নির্মিত “দ্বিধা” শিরোনামে ছবিটির একটি গান ইউটিউবে মুক্তি পাওয়ার পর নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। “মাদকদ্রব্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর “ এরকমের কোনো সতর্কবার্তা না রেখে “দ্বিধা” গানটিতে সরাসরি শাকিব খানের কোকেন গ্রহণের দৃশ্য থাকাতে নেটিজেনরা নিন্দার ঝড় তুলেছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের ঢাকা মহানগর দক্ষিণের উপ-মহাপরিচালক মানজারুল ইসলাম বলেন, “দ্বিধা” গানটি আমি দেখেছি। কোকেন গ্রহণের দৃশ্যটিতে কোনো সতর্কবার্তা না রেখে নির্মাতা চরম নীতিবিবর্জিত কাজ করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ করে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : তাসকিনের একাই সিনেমা করা উচিত : শাকিব খান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন