ঢাকার মিটফোর্ডে পাথর মেরে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ব্যানারবিহীন এই মিছিলটি উপজেলা মোড় থেকে শুরু হয়ে জেলখানা মোড়ের দিকে অগ্রসর হয়।
এ বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সহ বিভিন্ন সংগঠনের লোকজন অংশ নেন। এ সময় তারা স্লোগানে স্লোগানে বলেন, “তারেক রহমান জবাব দে, পাথর মেরে আমার ভাইকে মারলো কে?, এই বাংলায় চাঁদাবাজদের ঠাই নাই”।
বিক্ষোভকারীরা বলেন, ব্যবসায়ী সোহাগ হত্যার মতো নৃশংস ঘটনার বিচার চাই। বিএনপির সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু ন্যায়বিচার না পেলে আন্দোলন আরও কঠোর হবে।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার রাজধানীতে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনা ঘটেছে। সেদিনই পুলিশ যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করেছে। ইতিমধ্যে তাদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসা করতেন।
পড়ুন : মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডে সব আসামি শনাক্ত, ৪ জন গ্রেপ্তার


