পিচঢালা মহাসড়কের বুক চিড়ে সবুজের পসরা। ফুটে থাকে নানান রঙের ফুল। এমন সৌন্দর্যের দেখা মেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। যদিও গ্রীষ্মের খরতাপে পুড়ছে প্রাণ-প্রকৃতি। এর মধ্যেই কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে, একরাশ মুগ্ধতা ছড়াচ্ছে বাহারি ফুল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ প্রায় ১০০ কিলোমিটার। বেশিরভাগ অংশেই চোখে পড়বে কৃষ্ণচূড়া, সোনালু, কাঞ্চন, করবীসহ নানান ফুলের রূপ। বিভাজক কিংবা সড়কের পাশের এই দৃশ্য নজড় কাড়ে সবার।
সড়ক বিভাগ বলছে, বছরজুড়ে এমন সৌন্দর্য পেতে, এসব গাছ রোপণ করা হয়েছে। শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, রাতে বিপরীতমুখী গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণেও ভূমিকা রাখছে গাছগুলো, বলছেন স্থানীয়রা।