সকল জল্পনা কল্পনার অবসান শেষে আনন্দের জোয়ারে ভাসছে উত্তরাবাসী। ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ পথ ও আন্দোলন সংগ্রামের অন্যতম হটস্পট ঢাকা-১৮ আসনের বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়ন পেলেন এসএম জাহাঙ্গীর হোসেন। আজ বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসএম জাহাঙ্গীরের নাম ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থীর নাম ঘোষণার সাথে সাথে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। অনেকে আবেগে আপ্লূত হয়ে বলেন, আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির কারণে তারা আনন্দ উল্লাসও করতে পারছে না।
তারা আরো বলেন, দিনে রাতে যিনি ১৮ ঘন্টা রাজনীতির চর্চা করেন, রাজনীতি নিয়ে ভাবেন, রাজনীতি নিয়ে গবেষণা করেন দল তাকে নমিনেশন দিয়েছে আমরা দলীয় প্রধানের নিকট কৃতজ্ঞ।
স্থানীয়রা আরো জানান, ঢাকা-১৮ আসনকে ঢেলে সাজিয়ে সার্বিক উন্নয়নে নিরলসভাবে যিনি কাজ করতে পারবেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন এসএম জাহাঙ্গীর। গত এক বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ঢাকা-১৮ আসনের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

