বাংলাদেশে শিশুদের অনুপ্রেরণা এবং উৎসাহ দিতে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক সংস্থার-নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা। সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দেন তিনি।
প্রথমবারের মতো বাংলাদেশে শিশুদের অনুপ্রেরণা এবং উৎসাহ দিতে এসেছেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা। সকালে বসুন্ধরা আবাসিক এলাকার একটি স্কুলে আয়োজিত ‘এক্সপ্লোরিং স্পেস, ইন্সপায়ারিং ইয়ং মাইন্ড’ শিরোনামে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
আকাবার বাংলাদেশ ভ্রমণের বিষয়টিকে দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। কেননা, এই প্রথম বাংলাদেশ সফরে এলেন নাসার কোনো প্রধান নভোচারী।
২ দিনের সফরে নিজের ৩০৬ দিনের মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতার গল্প শোনান শিক্ষোর্থীদের। করেন অনুপ্রেরণামূলক আলাপচারিতা। মন্তব্য করেন বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে অপার সম্ভাবনা।
টিএ/