১৩/০১/২০২৬, ২১:৪৯ অপরাহ্ণ
19 C
Dhaka
১৩/০১/২০২৬, ২১:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাতায়াত ভোগান্তিহীন; পরিচ্ছন্ন পরিবেশে স্বস্তি, মূল্য নিয়ে অভিযোগ

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার যাতায়াত ভোগান্তি নেই বললেই চলে। রাজধানী থেকে ৩শ ফুট সড়ক হয়ে পশ্চিম এলাকার দর্শনার্থীদের যাতায়াতে রয়েছে বিআরটিসি বাসসহ বিশেষ পরিবহণ। পাশাপাশি গাজীপুরসহ উত্তরাঞ্চলের জেলা থেকে আসা লোকজন সহজেই এবার ঢাকা বাইপাস হয়ে মেলায় আসতে পারছেন। তবে দর্শনার্থীদের বরাবরের মতই অভিযোগ রয়েছে পন্যের দাম ও মান নিয়ে।

বিজ্ঞাপন

মেলা প্রাঙ্গণে ঘুরে দেখা যায়,দেশি-বিদেশি অসংখ্য স্টল ও প্যাভিলিয়নের পাশাপাশি হরেক পন্যের স্টলে ভীর করছেন দর্শনার্থীরা। কথা হয় নলপাথর থেকে ঘুরতে আসা গৃহীণি মিরা জাহান আক্তারের সাথে। তিনি বলেন, মেলার কিছু পন্যকে নিউমার্কেট আর গুলিস্তানের মনে হয়েছে। আর প্রসেদ্বনি সামগ্রী চকবাজারের। ফলে বিদেশী পন্যগুলো নিয়ে সন্দেহ রয়েছে। দেখা গেছে ব্যানারে লেখা ইরানি,তুর্কির স্টল। কিন্তু ভেতরে মালামাল দেশী। এসব নিয়ে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্টদের দৃষ্টি দেয়া জরুরি।
রাজধানীর নয়াবাজার এলাকা থেকে ঘুরতে আসা তরিকুল ইসলাম বলেন, মেলায় প্রায় প্রতি বছর আসা হয়েছে। এবারই দেখলাম যানজটহীন পরিবেশ। মেলার অভ্যন্তরেও স্টলগুলো সুন্দর সাজানো গোছানো। পরিবার নিয়ে ঘুরে ভালো লাগছে৷

মেলা ঘুরে দেখা যায়, কারাবন্দীদের হাতে তৈরী নানা পন্যের প্যাভিলিয়নে দর্শনার্থীদের বেশ আগ্রহ। আবার পাশের সেভয় স্টলে শীতের তীব্রতা কেটে যাওয়ায় আইসক্রিম খেতে দেখা গেছে অনেককেই।

মেলায় আসা দর্শনার্থী গোয়ালপাড়া এলাকার গৃহীনি ডলি আক্তার বলেন, মেলার স্থায়ী প্যাভিলিয়নের নান্দনিক ভবনেই মূল আকর্ষণ। পাশাপাশি একই ছাঁদের নিচে দেশী বিদেশী গুণগত মান সম্পন্ন পন্য পাওয়া যায়৷ দেশি-বিদেশি প্যাভিলিয়ন এ বছর চমৎকার করে সাজানো হয়েছে। ঝামেলা মুক্ত মনে হয়েছে।

পড়ুন: হৃদরোগে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু, মুন্সীগঞ্জে শোক

দেখুন: আরব আমিরাতের গোল্ডেন ভিসা কারা পাচ্ছেন, এই ভিসা পেতে কী লাগছে? 

ইম/



বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন