ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। দুপক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত একশ জন আহত হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকাল ৩টার পর এই ঘটনা শুরু হয়। আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
ছাত্রলীগের দাবি, কোটা আন্দোলনকারীদের বেশিরভাগই বিএনপি-জামায়াতের।
প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। ছাত্রলীগও একই জায়গায় বিকাল ৩টায় সমাবেশ করার ঘোষণা দেয়। কোটাবিরোধীরা ওই জায়গা দখল করে রাখায় সরকার সমর্থক সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হয় মধুর ক্যান্টিনে।
বিকাল সোয়া ৩টার দিকে কোটা বিরোধীরা স্থান ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল এবং মাস্টারদা সূর্যসেন হলের কাছে গেলে দুই পক্ষের মধ্যে শুরু হয় ঢিল ছোড়াছুড়ি।
হামলার মুখে কোটা আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং ক্যাম্পাসের বিভিন্ন অংশ দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। আহত হয় বেশ কয়েকজন।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি বলছেন, সাধারন ছাত্রছাত্রী নয় ছাত্রদল ও শিবিরের কর্মীরা আন্দোলন করছে।
আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই সংখ্যা প্রায় একশ বলে জানা গেছে।