জুলাই অভ্যুত্থানের বাম ও মধ্যপন্থি মতাদর্শের তরুণদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। আগামী শুক্রবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হবে। গতকাল মঙ্গলবার প্ল্যাটফর্মের উদ্যোক্তাদের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এ প্ল্যাটফর্মের নাম ঘোষণা করা হয়নি। তবে এর নাম ‘নেটওয়ার্ক ফর পিপলস একশন’ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ছাড়া ‘পিপলস মার্চ’, ‘ইজতেহাদ’, ‘পিপলস একশন’, ‘গণসফর’, ‘জনযাত্রা’সহ বেশ কয়েকটি নাম আলোচনায় আছে।
প্ল্যাটফর্ম সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থি ভাবাদর্শের অনেকে নতুন এ প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন। গত সেপ্টেম্বরে এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করা অনিক রায়, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) ও অলিক মৃ থাকছেন এ প্ল্যাটফর্মে। আরও থাকছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ, লেখক ও গবেষক মীর হুযাইফা আল মামদূহ, লেখক ফেরদৌস আরা রুমী, ছাত্র ইউনিয়নের নেত্রী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদসহ অনেকে।
প্ল্যাটফর্মের অন্যতম উদ্যোক্তা মীর হুযাইফা আল মামদূহ সমকালকে বলেন, চব্বিশের পর থেকে একটা রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছে। কেননা নতুন রাজনীতির সুযোগ নেই। যারা নতুন রাজনীতি করতে চেয়েছিলেন শুরুতে, পরে তারা নানা এজেন্ডায় চলে গেছেন। সেই চিন্তা থেকে আমাদের মনে হয়েছে, কেবল মানুষের জন্য যে রাজনীতি, সেই রাজনীতির জন্য নামব। আমরা মূলত হাত পাকানোর জন্য এই প্ল্যাটফর্মটা গড়ে তুলছি। এর মাধ্যমে যদি সুন্দর কোনো সিদ্ধান্তের দিকে যেতে পারি, তাহলে আমরা একটা রাজনৈতিক দলের দিকে যাব।
পড়ুন: নির্বাচন উপলক্ষে বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা
দেখুন: এবারের নির্বাচন ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন: হাসনাত আবদুল্লাহ
ইম/


