উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। গত ৬ দিন ধরে এ জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেন।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোরে ঝলমলে রোদ নিয়ে উঠে গেছে সূর্য। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে রোদের তেজ। সকাল ৯টার পর হারিয়ে যেতে থাকে কনকনে শীতের প্রভাব। তবে ভোর থেকে গ্রামগুলোতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন দরিদ্র মানুষরা।
এই তীব্র শীতে বিপাকে পড়েছেন পাথর শ্রমিক, চা শ্রমিক, ভ্যান চালক ও দিনমজুর। এই শীতে বেড়েছে জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন ঠাণ্ডা জনিত রোগ।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৯টায় তাপমাত্রা আগের তুলনায় কমেছে। আজ বুধবার সকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড হয়েছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এনএ/