18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল ৮ ডিগ্রিতে, বৃষ্টির মতো ঝরছে শিশির

উত্তরের হিমকন্যা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ দশমিক ৪ ডিগ্রিতে। হিমেল বাতাসে কনকনে শীতে জর্জরিত পঞ্চগড়ের মানুষ। বৃষ্টির মতো ঝরছে শিশির।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যাকে সাধারণত মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

পঞ্চগড়ে সকালে ঘন কুয়াশায় ভোরের সূর্য উঠলেও হালকা কুয়াশা ঝরা প্রকৃতি। কনকনে শীতে কাঁপছে উত্তর জনপদের মানুষ। তবে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েছেন দিনমজুর, পাথর শ্রমিক, চা শ্রমিক, কৃষক থেকে বিভিন্ন পেশার মানুষ। কাগজের কাটন, শুকনো কাঠখড়ি জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায় উত্তর জনপদের মানুষদের।

শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগব্যাধি। জেলার সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা শীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শসহ চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, আজ সকাল ৯টায় তাপমাত্রা নেমে ৮ দশমিক ৪ ডিগ্রিতে চলে এসেছে। কুয়াশা ভেদ করে সকালেই সূর্য দেখা গেছে। তবে হিমবাতাসের সঙ্গে প্রবাহিত শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জনপদ।

এনএ/

আরও পড়ুন: দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও গোপলগঞ্জে

দেখুন: নওগাঁয় জেঁকে বসেছে শীত

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন