১৬ বছর ধরে আছেন বিদেশের মাটিতে। কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে তার দেশে ফিরতে বড় বাধা কি মামলা? দলটির আইন সম্পাদক বলছেন, মামলাগুলো রাজনৈতিক তবে আইন মেনেই মুক্ত করা হবে তাকে। আর আইনজীবী বলছেন খালাস পেতে হলে আসতে হবে দেশে।
সেনা সর্মাথিত তত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে চিকিৎসার জন্য প্যারোলে লন্ডনে যান। তারপর পেরিয়ে গেছে দীর্ঘ ১৬ বছর। এই সময়ে মাথায় ঝুলছে ৮০ টির বেশি মামলা। যার পাঁচটি তে হয়েছে সাজা।
তত্বাবধায়ক ও আওয়ামী লীগের শাসন আমলে করা এসব মামলার মধ্যে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা,জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি,অবৈধ সম্পদ অর্জন,অর্থ পাচার ও মানহানি মামলায় সাজা হয়েছে তার। তবে সাজার বাঁধা কাটিয়ে কবে দেশে ফিরবেন তারেক রহমান।
এসব মামলা অতীত সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ফসল বলছেন বিএনপির আইন উপদেষ্টা কায়সার কামাল।
২১ আগষ্ট গ্রেনেড মামলার আইনজীবী, এস এম শাহজাহান বলেন, সাজা থাকায় তারেক রহমান কে দেশে এসে আদালত আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে। যা এই মুহুর্তে তার দেশে ফেরার অন্যতম বাঁধা বলে মনে করা হচ্ছে।
তবে দেশে না এসেও বিভিন্ন মামলার নজির দিয়ে কোর্ট কে সন্তুষ্ট করতে পারলে আপিল ছাড়াও খালাস পেতে পারেন তিনি। জানান তার আইনজীবী।
বিএনপির আইন সম্পাদক বলছেন আইন ও সংবিধান মেনেই মামলা গুলো মোকাবেলা করবেন তারেক রহমান।
টিএ/