তারেক রহমানের নির্দেশে শেরপুরে অসহায় একটি পরিবারের পাশে দাঁড়ালেন শেরপুরের বিএনপি নেতা মাসুদ। উপজেলার কামারেরচর ইউনিয়নের লতারিয়া গ্রামের অসহায় বৃদ্ধ আশরাফ আলী ক্যান্সারে আক্রান্ত এবং তার মানসিক ভারসাম্যহীন ছেলে শফিকুল ইসলাম পায়ে শিকল বাঁধা এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশি শফিকুল ইসলাম মাসুদ তাদের বাড়িতে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এসময় ক্যান্সার আক্রান্ত আশরাফ আলী ও তার শিকলবন্দী ছেলে শফিকুলকে নগদ ১০ হাজার টাকা সহ খাদ্যসামগ্রী প্রদান করেন।
এসময় শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আল্লাহ চাহেতো সবার সহযোগিতায় আশরাফ আলী ও তার পরিবার সুস্থ জীবন যাপন করতে পারবে। তাদের চিকিৎসা সহায়তা করা হবে। এছাড়াও এই পরিবারটিকে প্রতিমাসে দুই হাজার টাকা সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা তাদের পাশে থাকবে।
এসময় শেরপুর জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, সদর উপজেলা বিএনপির সদস্য মঞ্জুরুল ইসলাম মোর্শেদ, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুর ইসলাম মঞ্জু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিপন, শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আজাহার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী আশরাফ আলী দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছেন। চিকিৎসার সামর্থ্য নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে। তার ছেলে শফিকুল (৩৩) প্রায় এক যুগ আগে মানসিক ভারসাম্য হারিয়েছেন। চলাফেরা অস্বাভাবিক, কখনও হেসে উঠেন, কখনও কেঁদে ফেলেন। দীর্ঘদিন ধরে তাকে শিকলবন্দী অবস্থায় রাখা হয়েছে। সম্প্রতি বেসরকারি চ্যানেল ও টেলিভিশনের খবর প্রকাশ হলে বিষয়টি তাদের মানুষের নজরে এসেছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

