বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৭ ডিসেম্বর) বিকেলে জেলার নাঙ্গলকোট উপজেলায় এ র্যালির আয়োজন করে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
র্যালিতে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় সবার হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নাঙ্গলকোটের বিভিন্ন সড়ক।
র্যালির আগে নাঙ্গলকোট উপজেলার হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা–১০ আসনের মনোনয়ন প্রত্যাশী মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, দলের প্রাথমিক মনোনয়ন মানেই চূড়ান্ত বিজয় নয়। তিনি বলেন, ২০০৮ সালে দল তাকে মনোনয়ন দিয়েছিল এবং এরপর দীর্ঘ ১৭ বছর তিনি কারাবন্দি ছিলেন। দলের প্রয়োজনে এবং কুমিল্লা–১০ আসনের উন্নয়নে তিনি সব সময় পাশে ছিলেন বলেও দাবি করেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক প্রাথমিক মনোনয়নে তাকে বঞ্চিত করা হয়েছে, যা তার সঙ্গে মুনাফেকির শামিল। এ বিষয়ে নাঙ্গলকোটের মানুষসহ সারা দেশের মানুষ অবগত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মনোনয়ন বঞ্চনার পর নেতাকর্মীরা তার পাশে দাঁড়িয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চূড়ান্ত মনোনয়ন এলাকাবাসীর পক্ষে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
র্যালি ও আলোচনা সভায় বিএনপির স্থানীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: ইসলামপুরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল
দেখুন: সৈয়দপুরে যেভাবে পালিত হলো পবিত্র আশুরা |
ইম/


