বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনন্দ মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়কবাজার এলাকার হায়দার আলী শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আকতার হোসেন খান।
বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাঁর নেতৃত্বে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
এদিকে একই দিনে ব্রাহ্মণবাড়িয়া–৪ আসন (কসবা–আখাউড়া) থেকে জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী কবীর আহমেদ ভূঁইয়ার পক্ষে আখাউড়া উপজেলা বিএনপির নেতারা সংশ্লিষ্ট দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন- খুলনায় এনসিপি বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ- বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি


