বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।
আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় তিনশো ফিটে তারেক রহমানকে দেওয়া সংবর্ধনায় ব্রাহ্মণবাড়িয়া বিএনপির ২০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন নেতারা। সে লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা।
জেলা বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশনায়ক তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করছেন। দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সংবর্ধনায় অংশ নিতে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয় নেতাকর্মীদের।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, তারেক রহমানকে দেওয়া সংবর্ধনায় ব্রাহ্মণবাড়িয়া বিএনপির ২০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে। ইতিমধ্যে অনেকে নিজ উদ্যোগে ঢাকায় চলেও গেছে। আগামী ২৫ ডিসেম্বর ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ২০টি বাস ও ২০টি মাইক্রোবাস ছেড়ে যাবে। একই সময়ে বাকী ৮টি উপজেলা থেকে বিপুল সংখ্যক বাস ও মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়াও ভোরের তিতাস কমিউটার ট্রেনের ৫টি বগি রিজার্ভ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বিএনপির নেতাকর্মীরা সবাই তিনশো ফিটের লিলা মার্কেটের সামনে গিয়ে জমায়েত হবেন।
পড়ুন- চুয়াডাঙ্গা ২ আসনের জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
দেখুন- গণতন্ত্রের উত্তরণে বাধা দিতে ‘ভয়ংকর চক্রান্ত’ চলছে: মির্জা ফখরুল


