34.7 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

তালতলীতে এক রাতে ৯ বাড়িতে চুরি, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বরগুনার তালতলীতে এক রাতে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও শিক্ষকসহ ৯ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, মালামাল ও র্স্বণালংকারসহ প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

বুধবার (০২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলা শহরের টিএন্ডটি সড়ক ও তালতলী বন্দরে এ চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া বাড়িগুলো হলো- তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিয়াউল হক রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট গোলাম সরোয়ার হিরু, মো. রশেদ, বেসরকারী উন্নয়ন সংস্থা জাগোনারী কর্মকর্তা রফিকুল ইসলাম, মো. ইউসুফ আকন, গ্রামীন ব্যাংক-এর লোন অফিসার গোপাল চন্দ্র বিশ্বাস, নাদিয়া আক্তার মেরী, শাহনাজ আক্তার, মো. আবতাব উদ্দিন।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানায়, আমরা ঈদের ছুটিতে বাসায় তালা মেরে বাড়ীতে যাই। এই সুযোগে চোরচক্র ঘরের দরজা ও তালা ভেঙ্গে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী জিয়াউল হক রুবেল বলেন, ঈদের ছুটিতে শশুরবাড়ী অবস্থান করেছিলাম এই সুযোগে চোরচক্র তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে র্স্বণালংকার ও নগদ টাকাসহ প্রায় এক লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

এই বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনা স্থালে গিয়েছি এবং চুরি হওয়া বাসাগুলোর তথ্য এনেছি, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে চোরচক্রকে ধরার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

পড়ুন : http://বরগুনার এক মাছ’ই বিক্রি হয়েছে সাড়ে ৩ লাখ ৫০ হাজার টাকায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন