16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

তাসকিনের বল হাতে ফেরায় স্বস্তি টাইগার শিবিরে

অবশেষে বল হাতে মাঠে ফিরলেন তাসিকিন আহমেদ। তবে লম্বা রানআপে নয় ছোট রানআপে বল করেছেন বিশ্বকাপের এই সহঅধিনায়ক। তাতেই যেন স্বস্তির নিশ্বাস টাইগার শিবিরে। এদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রাত সাড়ে নয়টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বিশ্বাকপে বাংলাদেশের বোলিং বিভাগে অন্যতম ভরসা নাম তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে চোটে পড়েছিলেন এই পেসার। সিরিজের শেষ ম্যাচে তাই খেলা হয়নি তার। শঙ্কা জেগেছিল বিশ্বকাপ নিয়েও।

সব শঙ্কা উড়িয়ে বল হাতে ফিরেছেন তাসকিন। টেক্সাসের ডালাসে ছোট রানআপে বোলিং শুরু করেছেন এই পেসার। বোঝাই যাচ্ছে নিজেকে প্রস্তুত করে গড়ে তুলছেন বিশ্বকাপের এই সহ অধিনায়ক। পাঁজরের ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি। মিস করবেন বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচেও।

এদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। এর আগে একবার পরীক্ষা দেয়া হয়ে গেছে লাল সবুজদের। যে পরীক্ষায় পাস মার্ক তুলতে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্তরা। স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে তিন ম্যাচ টি২০ সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে সফরকারীরা।

স্বাগতিকদের কাছে পরাজয়ে বাস্তবতা উপলব্ধি করতে পারছে বাংলাদেশ। বিশ্বকাপ নিয়ে শেষ মুহূর্তের পরিকল্পনা ঢেলে সাজাতে পারবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ সে পরিকল্পনার মহড়া হয়ে যাবে বিশ্বকাপ ভেন্যু ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি জিতলেও আসল পরীক্ষা দেওয়ার বাকি আছে। শেষ ম্যাচে মূল একাদশের চারজন ক্রিকেটারকে বিশ্রামে রেখে খেলেছে স্বাগতিকরা। এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই টাইগারদের মোকাবিলা করবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন