টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় কার্ভাড ভ্যানের দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত আরও ২ জন। এছাড়া ময়মনসিংহে বাস-মাইক্রোবাস সংঘর্ষে দুই ভাই ও চাঁপাইনবাবগঞ্জে একজন নিহত হয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে, ৩১ মার্চ সকালে তিন যাত্রী নিয়ে প্রাইভেটকারটি উত্তরবঙ্গের পথে ছিলেন। আশেকপুর এলাকায় এটি একটি কার্ভাড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চালক নিহত হন। অপরজনের মৃত্যু হয় হাসপাতালে।
আর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ট্রাক- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত নন। এছাড়া ময়মনসিংহের তারাকান্দায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে দুই সহোদরের মৃত্যু হয়েছে।