24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানী নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। এতে নিউমার্কেট-সাইন্সল্যাব এলাকায় দেখা দেয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়ে রাস্তায় বের হওয়া মানুষ। দাবি মানা না পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২ টা, পূর্বঘোষণা অনুযায়ী নিউমার্কেট- সাইন্সল্যাব মোড়ে মিছিল নিয়ে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়াতল থেকে মুক্ত হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার।

নানান স্লোগান আর ব্যানার-ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা জড়ো হয় মানববন্ধনে। এসময়, শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া তুলে ধরে। একই সাথে ইচ্ছাকৃত ফেল করিয়ে বছরের পর বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করছে এমন অভিযোগ শোনা যায় কারো কারো কন্ঠে।

এদিকে, রাস্তা বন্ধ করে নিউমার্কেট-সাইন্সল্যাব এলাকা অবরোধ করায় তীব্র যানজট দেখা যায় আশ-পাশ এলাকায়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়া সাধারণ মানুষ।

উল্লেখ্য, ২০১৭ সালে ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ মোট ৭ টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এরপর থেকে নানান বিষয়ে অসংগতি প্রকাশ করে আসছে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন