চেন্নাই টেস্টে ভারতের দেয়া ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা সংগ্রহ করেছে ৪ উইকেটে ১৫৮ রান। চতুর্থ দিনে ফের ব্যাটিংয়ে নামবেন শান্ত এবং সাকিব।
৫১৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল চমৎকার। জাকির আর সাদমান মিলে ওপেনিং জুটিটা গড়েন ৬২ রানের। ব্যাক্তিগত ৩৩ রানে বুমরার বলে ক্যাচ আউট হয়ে ফেরেন জাকির। পরে অবশ্য সাদমানও তার ইনিংসটা বড় করতে পারেননি।
অশ্বিনের বলে সাদমান ফেরেন ৩৫ রানে। পরে যেন খেই হারিয়ে ফেরে টাইগাররা। অধিনায়ক শান্ত একপ্রান্ত ধরে রাখলেও হতাশ করেছেন মুমিনুল ও মুশফিক। অশ্বিনের বলে দুজনেই ফিরেছেন ১৩ রান করে। এরমাঝেই অর্ধশতক তুলে নেন শান্ত। আর বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৫৮। ভারতের চেয়ে এখনো ৩৫৭ রানে পিছিয়ে সফরকারীরা।
এর আগে ৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ভারত। বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ান শুভমান গিল ও ঋষভ পন্ত। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। পন্তের পর সেঞ্চুরি তুলে নেন গিলও।
মিরাজের বলে পন্ত ১০৯ রানে ফেরেন। ৫১৫ রানের লিড হওয়ার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। তখন ১১৯ রানে অপরাজিত থাকেন গিল। অপরপ্রান্তে লোকেশ রাহুলও অপরাজিত থাকেন ২২ রানে।