নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীত এলেই বাড়ে খেজুর রসের কদর। বিশুদ্ধ রসের খোঁজে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকার একটি খেজুর বাগানে।
এ বাগানের মালিক গাছি মোঃ শহিদ মোল্লা। মৌসুমি চুক্তিতে কেনা ২৭টি খেজুর গাছ থেকে প্রতিদিন ৬০ থেকে ৬৫ লিটার রস সংগ্রহ করছেন তিনি। প্রতি লিটার রস বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।
শহিদ মোল্লা জানান, মাত্র তিন মাসের এই মৌসুমেই মূল আয়ের ভরসা। ইতোমধ্যে দুই লাখ টাকার বেশি রস বিক্রি হয়েছে, সামনে আরও লাভের আশা করছেন তিনি। তবে বাগান কম হওয়ায় সব ক্রেতার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।
রস কিনতে আসা ক্রেতারা জানান, চোখের সামনে সংগ্রহ করা হওয়ায় রসের বিশুদ্ধতা নিয়ে তারা নিশ্চিন্ত। শীতের সকালে এক গ্লাস খেজুর রস যেন বাড়তি আনন্দ যোগ করছে।
পড়ুন : সোনারগাঁওয়ে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


