16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

তিন হাজার কোটি টাকা পেলো আইসিবি

শেয়ারবাজার বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নিজেদের আর্থিক ভীত শক্তিশালী করার জন্য ৩ হাজার কোটি টাকা ঋণ পেয়েছে রাষ্ট্রায়াত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)

বুধবার (১৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সুপারিশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো হয়েছে। এতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেছেন অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

এতে বলা হয়েছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রস্তাবিত ঋণ পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে এবং উচ্চহার সুদে গৃহীত তহবিল পরিশোধের মাধ্যমে নিজস্ব আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুকূলে ৩ হাজার কোটি টাকা ঋণ এবং/অথবা ঋণের উপর অজিত/আরোপিত সুদ অথবা এর (আসল ও সুস) কোন অংশ আইসিবি পরিশোধে অসমর্থ হলে সরকার যথানিয়মে তা পরিশোধ করবে।

তিন হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে আইসিবি, গ্যারান্টার সরকার
ঋণ পাচ্ছে আইসিবি,গ্যারান্টার সরকার। ছবি: জাগো নিউজ

তবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরকারকে প্রদেয় মুনাফা থেকে অপরিশোধিত বা বকেয়া ঋণ বা ঋণের উপর ধার্য সুদ সমন্বয় করা যাবে না। এ গ্যারান্টির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৮ (আঠারো) মাসের জন্য বলবৎ থাকবে বলেও চিঠিতে জানানো হয়েছে।

এদিকে বুধবার দিনভর উত্থান-পতনের পর শেষবেলায় বেড়েছে ডিএসই সূচক। আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ১৭.৬৫ পয়েন্ট বেড়ে ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করছে ৫ হাজার ৩১৬.০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৪.৯৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭২.২০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২ টির, কমেছে ১৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৮.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৯৭ লাখ ১৮ হাজার ৯৪৮ টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ১৮৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৭৯ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার টাকা।

গত কার্যদিবসে ০.৬৫ শতাংশ বা ৩৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৫ হাজার ২৯৮.৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.২৯ পয়েন্ট কমে ১ হাজার ১৮৩.০০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৯৭০.১০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৬ টির, কমে ২১৬ টির এবং অপরিবর্তিত ছিল ৪৮ টির। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ১৯ লাখ ৮২ হাজার ৮৮৩ টি শেয়ার ১ লাখ ৭৭ হাজার ৩৯৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৭৭ কোটি ৬৬ লাখ ০৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৭ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার টাকা। এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৮ শতাংশ বা ২৬.৮২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৪ হাজার ৭৮১.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। এছাড়া লেনদেন হয়েছে ৪ কোটি ৩৬ লাখ ৪৪ হাজার ৯০২ টাকা।

আরও: ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার: কমছে লোকসান, বাড়ছে প্রত্যাশা

শেয়ারবাজার ভালো করতে আসছে একগুচ্ছ সহায়তা

শেয়ারবাজার ভালো করতে আইসিবি-বিএসইসি বৈঠক

দেখুন: পুঁজিবাজার: সালমান এফ রহমানকে দেয়া বিশেষ সুবিধা বাতিল | Nagorik

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন