22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

তিস্তায় নৌকা ডুবিতে নিখোঁজ ৬ জনের সন্ধান মেলেনি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে তিস্তার নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনের সন্ধান এখনো মেলেনি। তিনদিন ধরে উদ্ধারের চেষ্টা চালানোর পরেও তাদের কোনো খোঁজ পায়নি ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে নিখোঁজদের খুঁজতে নদীতে নৌকা নিয়ে বের হন ডুবুরির দল।

নিখোঁজ আনিছুরের বাবা চাঁদ মিয়া বলেন, `আমার ছেলে আনিছুর ঢাকায় গার্মেন্টেসে কাজ করত। সংসারের একমাত্র উপার্জন করা ছেলে ছিল। এখন আমার ছেলে, ছেলের বউ ও দুই নাতনি নিখোঁজ। গত তিনদিন ধরে ডুবুরি ভাইয়েরা যে কী করল জানি না। আমরা ডিসি স্যারকে অনুরোধ করেছি, জীবিত না হোক মৃত লাশগুলোই এনে দিক। একনজর আমরা দেখব।’

বুধবার সন্ধ্যায় ২৫ জন যাত্রী নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে নৌকা ডুবিতে নিখোঁজের ঘটনাটি ঘটে। স্থানীয়দের সহায়তায় ১৮ জন সাঁতরিয়ে তীরে এলেও নিখোঁজ হন একই পরিবারের শিশুসহ সাতজন। পরে ঘটনার রাতে আয়শা সিদ্দিকা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন