১৫/০১/২০২৬, ১৫:৩৬ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৫:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান


অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলার কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জাগো বাহে তিস্তা বা‌চাই শিরোনামে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। রবিবার(৫ অক্টোবর) দুপুরে জেলা শহরে এক পদযাত্রার মধ্য দিয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন কমিটির লোকজন।

এ পদযাত্রায় তিস্তাপাড়ের লোকজন অংশ নেয়। এ সময় তারা অবিলম্বে দেশীয় অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।এবং তিস্তাপাড়ের পাঁচটি জেলার হুমকির মুখে থাকা জীববৈচিত্র্য সহ দুই কোটি মানুষের জীবনযাপন স্বাভাবিক করার দাবি জানান।

তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি অন্যতম সদস্য বলেন,তিস্তা নদীর মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে আন্দোলন চলমান রয়েছে সেটি চলবে। আমাদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন যতক্ষণ পর্যন্ত আমাদের তিস্তা নদীতে প্রকল্প বাস্তবায়ন না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে এবং চলবে সেই অনুযায়ী আমরা আন্দোলনে করছি এবং আজকে স্মারকলিপি প্রদান করলাম প্রধান উপদেষ্টা বরাবর।

তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি নারী সদস্য ত্র্যাড. জিন্নাত ফেরদৌস আরা রুজি বলন,আমরা জাগো বাহে তিস্তা বাঁচিয়ে আন্দোলন যেটি হাতে দিয়েছি সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। সরকারকে তিস্তা মহাপরিকল্পনার প্রকল্প দ্রুত হাতে নিতে হবে যতদিন কাজ শেষ না হবে কিংবা কাজ শুরু না হবে ততদিন চলবে জাগো বাহে তিস্তা বা ছাও আন্দোলন।

বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক, ফারুক আহমেদ সিদ্দিক বলেন, তিস্তা পাড়ের মানুষদের জীবন একেবারেই বিপদের মুখে দাঁড়িয়েছে, আমরা গত ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি তিস্তা পারে দুই দিনের যে লাগাতার কর্মসূচি পালন করেছি তিস্তা পাড়ের মানুষের জন্য এবং তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে লালমনিরহাট জেলা থেকে লালমনিরহাট জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে এটি যেন তিনি অন্তবর্তী কালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কে প্রেরণ করেন।


লালমনিরহাটের পদযাত্রা ও স্মারকলিপি প্রদানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,সাহেদুল ইসলাম পাটোয়ারী সহ নেতৃবৃন্দের পাশাপাশি তিস্তা পাড়ের মানুষ।

বিজ্ঞাপন

পড়ুন : আকস্মিক ঝড়ে লালমনিরহাটের কালিগঞ্জে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন