16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে হতাহতের ঘটনা

আগামী ২৯ মে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ হবে। ইতিমধ্যে প্রার্থীদের তোরজোড় শুরু হয়ে গেছে। কোথাও কোথাও সংঘর্ষ ও হতাহতের ঘটনাও ঘটেছে। এদিকে, আপিল বিভাগে প্রার্থিতা ফিরে পেয়েছেন সেতুমন্ত্রীর ছোট ভাই শাহাদাত হোসেন।

নরসিংদীর রায়পুরায় তৃতীয় ধাপের নির্বাচনী প্রচারণার সময় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন। বুধবার বিকালে চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের মামদেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ভাইস চেয়ারম্যান আবিদ হাসান রুবেলের সমর্থকদের সাথে এ সংঘর্ষ হয়।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপের কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার।

ভোলার লালমোহনে দুই চেয়ারম্যান প্রার্থীর মিছিল ও ধাওয়ার সময় গোয়েন্দা সংস্থা ডিএসবি’র এসআই আব্দুল হকের উপর হামলা চালায় শালিক প্রতীকের কর্মীরা। বুধবার রাতে লালমোহন উপজেলার দত্তপাড়া রোডে এ ঘটনা ঘটে।

ভোলার শিবপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ ও সদ্য সমাপ্ত দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহতের নাম আবদুল মালেক। আহত হয়েছেন আরেকজন।

সামনের নির্বাচনগুলো কমিশন আরও ভালোভাবে সম্পন্ন করতে চায়। নওগাঁয় আইনশৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভায়, এ কথা বলেন ইসি বেগম রাশেদা সুলতানা।

এদিকে, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহদাত হোসেনের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টর আপিল বিভাগ। প্রার্থী শাহাদাত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন