15 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ত্রিপুরার হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা

বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক হাসপাতালে। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার একটি হাসপাতালও। সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এমন ঘোষণা।

ত্রিপুরার হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা
ত্রিপুরার হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা

শনিবার (৩০ নভেম্বর) রাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ত্রিপুরার আগরতলায় অবস্থিত আইএলএস হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি, ওই হাসপাতালে বাংলাদেশি রোগীদের জন্য হেল্প ডেস্কও বন্ধ করা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, কলকাতা, ত্রিপুরা ও দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীরা চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর থেকে দুই দেশের সম্পর্ক আলোচনা হচ্ছে। সম্প্রতি ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারসহ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ এবং ভুল তথ্য প্রকাশ করা নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রতিবাদের ঘটনা নিয়ে ছবি ও পোস্ট ভাইরাল হওয়ার পর ভারতের নাগরিকরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ পরিস্থিতিতে ভারতের হাসপাতালগুলোর পক্ষ থেকে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত দুটি দেশের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কলকাতার জেএন রায় হাসপাতালও বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করার ঘোষণা দিয়েছিল এবং এবার ত্রিপুরার আইএলএস হাসপাতালও একই পদক্ষেপ গ্রহণ করেছে।

টিএ/

পড়ুন: জামালপুরে বিএনপির কার্যালয় ও বেসরকারি হাসপাতালে হামলা
দেখুন: স্বপ্ন পূরণে কাজ করছে আনিসুল হক ফাউন্ডেশন
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন