১৫/০১/২০২৬, ০:৪১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ০:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ত্রিশালে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, দোকান ঘর ভাঙচুরের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল ধানীখোলা ইউনিয়নের ধানীখোলা বাজারে জোরপূর্বক অবৈধভাবে জমি দখলের চেষ্টা চালিয়ে দোকান ঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী সায়ফুল হুদা ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

জানা গেছে, ধানীখোলা ভাটিদাসপাড়া এলাকার আব্দুস সামাদ সরকার ১৯৫৬ সালে সাফ কাওলা দলিলে ২৯৩৪২ দাগের এক শতাংশ জমি ক্রয় করেন, যার দলিল নম্বর ৪৪০২। দলিল মূলে দীর্ঘ দিন উক্ত জমি সামাদ সরকারের দখলে ছিল।

আব্দুস সামাদ সরকারের মৃত্যুর পর জমিটি তাঁর সাত ছেলের নামে বিআরএস (BRS) রেকর্ড হয়। ওয়ারিশগণ নিয়মিত ভূমিকর পরিশোধ করেন এবং জমিতে একটি টিনশেড ঘর নির্মাণ করে সেটি তাঁদের দখলেই ছিল।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর সকালে জাবেদ আলী লোকজন নিয়ে প্রকাশ্যে বেআইনিভাবে জোরপূর্বক উক্ত টিনশেড ঘরটি দখল করার চেষ্টা করে এবং দোকান ঘরটি ভাঙচুর করে।

এসময় ঘরের মালিক সায়ফুল হুদা ঘর দখল ও ভাঙচুরের সংবাদ পেয়ে তাঁর আপন দুই ভাইকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে আসলে জাবেদ আলীর লোকজন তখন তাঁদেরকে বিভিন্ন ধরনের গালমন্দ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে স্থানীয় লোকজনদের সহায়তায় তাঁরা প্রাণে বেঁচে যান। বর্তমানেও অভিযুক্তদের পক্ষ থেকে তাঁদের উপর বিভিন্ন ধরনের হুমকি ধমকি অব্যাহত রয়েছে বলে ভুক্তভোগী পরিবারের লোকজন জানিয়েছে। ভুক্তভোগী ক্রয়সূত্রে মালিক সায়ফুল হুদা জানান,জমি সংক্রান্ত কোন্দল নিরসনে গত কয়েক দিন পূর্বে এলাকার গন্যমান্য বক্তিরা একাধিক দেন দরবার করলেও কোন প্রকার সমাধান হয়নি। শালিস দরবারে প্রতিপক্ষের লোকজন জানিয়েছেন এ ব্যাপারে আদালতে একটি মামলা রয়েছে ।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহে আইটি২০২৫ কুইজ প্রতিযোগিতার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন