জয়পুরহাটের আক্কেলপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বাসের চাপায় ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরের রুপনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি হলেন আসলাম সরদার (৫৫)। তিনি আক্কেলপুর শহরের শান্তা মহল্লার কৃষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আসলাম সরদার আক্কেলপুর কলেজ বাজার থেকে মাংস কেনার উদ্যেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানে চড়েন। ওই ভ্যানে আরও কয়েকজন যাত্রী ছিলেন। রুপনগর মোড় এলাকার সড়কের উপর একটি ট্রাক মালামাল আনলোড করছিল। ওই ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কা লাগে। এতে ভ্যানে থাকা আসলাম সরদারসহ তিনজন যাত্রী ছিটকে সড়কে পড়ে যান। এসময় আক্কেলপুর বাস টার্মিনাল থেকে বগুড়ার উদ্দ্যেশে ছেড়ে আসা একটি বাস আসলামকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, বাস চাপায় এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের সদস্যরা তার লাশ বাড়িতে নিয়ে গেছেন। এঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। বাসটি দ্রুত বগুড়ার উদ্দ্যেশে চলে গেছে তাকে আটক করা যায়নি।
এনএ/


