২৯/০১/২০২৬, ২১:১৩ অপরাহ্ণ
24 C
Dhaka
২৯/০১/২০২৬, ২১:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে দেশে ফিরলেন সাবিনারা

প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশে ফিরেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি। সাফজয়ী এই নারী দলকে বরণ করে নিতে ইতোমধ্যেই বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

আজ সন্ধ্যায় শিরোপাজয়ী নারী ফুটসাল দল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। সেখান থেকে তাদের জন্য বিশেষ ছাদখোলা বাসে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিমানবন্দর থেকে বাসে করে রাজপথ প্রদক্ষিণ করে চ্যাম্পিয়নদের নিয়ে যাওয়া হবে হাতিরঝিলে।

রাতে হাতিরঝিলে এক জমকালো গ্র্যান্ড রিসিপশন বা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ক্রীড়া সচিব। আনুষ্ঠানিকতা শেষে জলসিড়িতে চ্যাম্পিয়ন দলের সম্মানে এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। এরপর ফুটবলাররা গুলশানের একটি অভিজাত হোটেলে অবস্থান করবেন।

উল্লেখ্য, লিগ পদ্ধতিতে আয়োজিত দক্ষিণ এশিয়ার সাত দেশের এই টুর্নামেন্টে শুরু থেকেই অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ। ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে মোট ১৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান অর্জন করে রানার্সআপ হয়েছে ভুটান।

বিজ্ঞাপন

পড়ুন : ছাদখোলা বাসে সংবর্ধনা পাবেন সাবিনারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন