সুরাইয়া আক্তার, নাগরিক টিভি
শিল্প মালিকদের জবর দখলে অস্তিত্ব হারাচ্ছে লবলং নদী। এক সময়ের প্রবহমান নদী এখন খাল। তাও এখন পরিণত হচ্ছে ড্রেনে। প্রভাবশালী শিল্প মালিকদের করালগ্রাসে অস্তিত্ব হারাচ্ছে গাজীপুরে শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামে লবলং নদী।
লবলং বা লবনদহ নদী। এক সময় সাঁতার কাটা যেতো এই নদীর স্বচ্ছ পানিতে। এলাকার মানুষের মাছের চাহিদার সাথে জমিতে সেচ দেয়ার কাজে সহায়ক ছিলো এই নদী। বিভিন্ন কলকারখানার বর্জ্য ও পানি দূষণের ফলে বিলীন হয়ে গেছে নদীর মাছ।
অবিলম্বে নদীর ভরাট বন্ধ করার দাবি জানিয়েছেন নদী ও পরিবেশ স্বেচ্ছাসেবীরা । তারা নদীটি রক্ষায় প্রশাসন ও শিল্প মালিকদের হস্তক্ষেপ কামনা করেন।
কোন কারখানা পানিতে দূষিত হচ্ছে লবলং নদী সেটা চিহ্নিত করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
লবলং রক্ষায় প্রশাসন নিয়মিত তদারকি করছেন বলে জানিয়েছে জেলা প্রশাসক।
নদীর পানি প্রবাহ নিশ্চিত করে নদীটিকে বাঁচানোর দাবি স্থানীয়দের।