ভারত ইস্যু এবং স্বাধীনতা স্বার্বভৌম রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করতে সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সুচনা বক্তব্যে তিনি একথা বলেন।
সাম্প্রতিক বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপ্রবাহের তিনটি দিক নিয়ে জরুরি এই বৈঠক। ভারতীয় প্রোপাগান্ডা, আগরতলা হাইকমিশনে হামলা ও সংখ্যালঘু নিয়ে অপপ্রচার। প্রধান উপদেষ্টা ড ইউনুসের ডাকে সারা দিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দল ছাড়া অনান্য প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছেন।
বিকেল চারটার আগেই ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ডান বাম অন্যান্য রাজনৈতিক বলগুলো। চারটার পর আসেন প্রধান উপদেষ্টা।
সাড়ে চারটায় শুরু হয় বৈঠক মাঝখানে মাগরিবের নামাজের বিরতি দিয়ে শুরু হয় আবার।
বিরতির সময় বেরিয়ে এসে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার ফুয়াদ আহমেদ জানান জাতীয় ঐক্যের ডাকে কী নিয়ে আলোচনা হচ্ছে। এসময় সবাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐকবদ্ধ থাকার কথা জানিয়েছেন তিনি।
এর বাইরেও অনেকে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে আলোচনা করেছেন।
টিএ/