১৫/০১/২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দলিত জনগোষ্ঠীর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবেঃ এডিসি দিনাজপুর

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসান বলেছেন, আমরা সবাই মিলে বৈষম্যহীন একটি সুন্দর সমাজ গড়তে চাই। যেখানে দলিত বা নিম্নবর্ণের কোন প্রকার ভেদাভেদ থাকবে না এবং তাদের দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে এবং বৈচিত্রময় জীবিকার প্রবেশাধিকার বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন


১ ডিসেম্বর সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশিয়ান এইড এর সহযোগিতায় দলিত ইয়থ ফর ডিগনিটি (ডিওয়াইডি) প্রকল্পের আওতায় দলিত জনগোষ্ঠীর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টিতে জেলা পর্যায় সমন্বয় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।


জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিষয়ভিত্তিক আলোচনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মর্জিনা রুপা।

সম্মানীত আলোচক হিসেবে আলোচনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম, দিনাজপুর চেম্বারের পরিচালক শামীম কবির অপু, জেলা মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নাজমুল আলম চৌধুরী ও দিনাজপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্র এর ট্রেনিং ইনচার্জ মোঃ খাদেমুল ইসলাম। দলিত সম্প্রদায়ের সদস্যদের মাধ্যে বক্তব্য রাখেন অধিকার কেন্দ্রের সভাপতি হরিদেব, সাধারন সম্পাদক রাজু কুমার হেলা, প্রচার সম্পাদক আশিক দাস, সদস্য মনি রানী, পূজা রানী, মমতা রানী, লহ্মী রানী, রাসমনি রানী ও শ্রী রতন কুমার।

সভাপতির বক্তব্যে জএসকেএস এর নির্বাহী পরিচালক মোঃ মোস্তফা কামাল বলেন, এই প্রকল্পের মাধ্যমে জীবন দক্ষতা তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে এবং নেতৃত্বে অংশগ্রহণে ইতিবাচক পরিবর্তন এনেছে। দলিত যুব এবং তাদের সম্প্রদায়ের নেতৃত্ব বিকাশ ঘটেছে। যুগ যুগ ধরে ঘটে যাওয়া বৈষম্যের বিরুদ্ধে তারা এখন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার মোঃ সাইফুল আলম।

পড়ুন- দিনাজপুরের চিরিরবন্দরে আরডিআরএস এর ২৯৪তম শাখার উদ্বোধন

দেখুন- ‘এরকম মেয়র ৫০ বছরেও আসবে বলে মনে হয় না’ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন