16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

দলীয় প্রভাবে ব্রীজের একপাশে বাঁধ, ভোগান্তিতে শতাধিক পরিবার

নেত্রকোনায় দলীয় প্রভাব খাটিয়ে ব্রীজের এক পাশে মাটি ফেলে ভরাট করায়, বিপাকে কলমাকান্দার শতাধিক পরিবার। পানি যেতে না পারায় জলাবদ্ধ অবস্থায় আছেন এসব পরিবারের সদস্যরা। নষ্ট হচ্ছে প্রায় ৪শ একর ফসলী জমি।

নেত্রকোনার কলমাকান্দার লেঙ্গুরা ইউনিয়নের বালুচড়া সেতু। গত বছরের শুরুতে আওয়ামী সরকারের দলীয় প্রভাব খাটিয়ে বিজ্রটির একপাশ বন্ধ করে দেয় স্থানীয় নেতা আব্দুল মজিদ। এতে বালুচড়া, ঢেনকী, দানগর আর গৌরপুর গ্রামের শতাধিক পরিবার হয়ে পড়ে পানিবন্দী।

স্থানীয়দের অভিযোগ, এসব এলাকার জমি অবৈধভাবে দখলের পায়তারা করছিলেন এই ভূমিখেঁকো। তাই বাসিন্দাদের সরাতে এই পরিকল্পনা আটেন তিনি।

ব্রিজের একপাশ বন্ধ করে দেয়ায়, এসব এলাকায় দেখা দেয় জলাবন্ধতা। দীর্ঘ সময় ঘরের ভেতর পানি থাকায় বিপাকে পড়েন স্থানীয়রা। বাধ্য হয়ে অনেকেই গবাদিপশু নিয়ে আশ্রয় নেন সড়কে।

এলাকার সাধারণ মানুষের জীবিকার একমাত্র উপায় ফসলি জমিগুলোও ভেসে আছে পানিতে। জলাবদ্ধতার কারণে নষ্ট হচ্ছে প্রায় ৪শ একর রোপা আমন।

এ বিষয়ে অভিযোগ পেয়েছেন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিলেন, দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার।

শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যা সমাধান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি ভুক্তভোগী পরিবারগুলোর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন