২৮/০১/২০২৬, ১৮:১৩ অপরাহ্ণ
28 C
Dhaka
২৮/০১/২০২৬, ১৮:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে দাখিল পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞাপন

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২১ এপ্রিল) ‘কুরআন মাজিদ ও তাজভিদ’ বিষয়ের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ২৪ মে পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। উল্লেখযোগ্য বিষয়ের তারিখগুলো হলো—

২১ এপ্রিল: কুরআন মাজিদ ও তাজভিদ,

২৬ এপ্রিল: গণিত,

২৮ এপ্রিল: আরবি দ্বিতীয় পত্র,

৩০ এপ্রিল: বাংলা প্রথম পত্র,

৩ মে: বাংলা দ্বিতীয় পত্র,

৫ মে: ইংরেজি প্রথম পত্র,

৭ মে: ইংরেজি দ্বিতীয় পত্র,

১০ মে: হাদিস শরিফ,

১৭ মে: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,

২০ মে: জীববিজ্ঞান এবং

২৪ মে: উচ্চতর গণিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তত্ত্বীয় পরীক্ষা শেষে আগামী ৭ থেকে ১৪ জুনের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র বোর্ডে জমা দিতে হবে।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য বোর্ড থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে—

১. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।

২. প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয়ের মধ্যে কোনো বিরতি থাকবে না।

৩. পরীক্ষার্থীদের পরীক্ষার কমপক্ষে তিন দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

৪. সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক—প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে।

৫. কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব কেবল সাধারণ (নন-অ্যান্ড্রয়েড) ফোন ব্যবহার করতে পারবেন।

৬. সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে।

পড়ুন:জাতীয় নির্বাচনের সব তথ্য মিলবে টিকটকের অ্যাপে

দেখুন: টেকনাফে রোহিঙ্গাদের স*ন্ত্রাসে চরম আতঙ্কে স্থানীয়রা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন