তাপপ্রবাহে পুড়ছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। এর আগে ঝড় বৃষ্টিতে কমেছে মুকুল। এবার তীব্র গরমে ঝরে পড়ছে আমের গুটি। তাই দুশ্চিন্তায় পড়েছেন চাষী ও ব্যবসায়ীরা। এবার আমের উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কাও করছেন তারা।
চাঁপাইনবাবগঞ্জের মানুষের হাসি-কান্না আমকে ঘিরেই। আমের ফলন আর দামের ওপরই নির্ভর করে তাদের পুরো বছর। এবার বাগানে গাছে মুকুল কম ছিল। চৈত্রের বৃষ্টিতে প্রথম দফায় তাও নষ্ট হয়েছে।
এবার তীব্র তাপপ্রবাহ বোঁটা শুকিয়ে ঝরে পড়ছে আমের গুটি। নানা পদ্ধতি অবলম্বন করেও ঝরে পড়া ঠেকানো যাচ্ছে না।আমের উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কায় তারা। আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেসুর রহমান বলেছেন, খরার মতো প্রাকৃতিক দুর্যোগে চাষিদের সতর্ক থাকতে হবে। নিয়মিত সেচ ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে। সামনে আরও প্রকৃতিক দুর্যোগ আছে। তাই এবার আম উৎপাদন আশানুরূপ না হওয়ার শঙ্কা কৃষি অফিসের। কৃষি বিভাগ জানিয়েছে, এবার চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার হেক্টরের বেশি জমিতে আম বাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন।