দাবি আদায়ে অনড় অবস্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহার না করা পর্যন্ত চালু হবে না কোনো ধরণের শিক্ষা কার্যক্রম। অচিরেই দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচিতে যাবেন তারা। দ্বিতীয় দিনের সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচিতে এমন মন্তব্য শিক্ষকদের।
প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির ২য় দিন আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবারের মতো আজও শ্রেণিকক্ষে ঝুলছে তালা। বন্ধ রয়েছে সব ধরণের একাডেমিক কার্যক্রম। এর ফলে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সকল কার্যক্রম।
দুপুরে কলাভবনের মূল ফটকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্য শিক্ষকেরাও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেন।
এসময় অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত হওয়া বিবৃতিকে প্রত্যাখ্যান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণা দেন শিক্ষক সমিতির নেতারা।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে, দাবি না মানা পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারীরাও।
এদিকে, শিক্ষার্থীরা চান দ্রুত সমাধান হোক। ক্যাম্পাসে ফিরে আসুক শিক্ষার স্বাভাবিক পরিবেশ।
সারা দেশের মোট ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের এই কর্মবিরতি।