কুড়িগ্রামে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা পরিচালনা ও সু-সংহত করণ প্রকল্প (২য় পর্যায়) দ্রুত অনুমোদন ও আসন্ন ঈদুল আযহার পূর্বে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষক শিক্ষিকারা।
আজ রবিবার (২৫ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি হাফেজ মাওলানা বেলাল উদ্দিন সাধারণ সম্পাদক মাওলানা আহসানুজ্জামান সুমন,সাংগঠনিক সম্পাদক এইচ এম জাহেরুল ইসলাম,মোঃ তাজুল ইসলামসহ অনান্য শিক্ষক ও সহায়ক কর্মীবৃন্দরা।
বক্তব্যে বক্তারা বলেন, আমাদের প্রকল্পটি দ্রুত অনুমোদন, ঈদের আগে বেতন বোনাস প্রদানসহ ৪ দফা দাবি আদায় না হলে বৃহত্তর কমর্সূচির ঘোষণা দেবেন বলে জানান বক্তারা।
এনএ/


