32 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

৩ দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের স্মারকলিপি

২০২০ সালে অর্থ মন্ত্রণালয়ের টাইমস্কেল কর্তন সংক্রান্ত চিঠি প্রত্যাহারসহ ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর অধিগ্রহণকৃত প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি পেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ মার্চ) দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাসিবুল হাসানের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেছেন প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দিনাজপুর শাখার সভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধীন চন্দ্র সরকারসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীয়করণকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি ও টাইমস্কেল প্রাপ্য সংক্রান্ত সমস্যাগুলো আমলাতান্ত্রিক বৈষম্যের ফলে দীর্ঘকাল ধরে অমীমাংসিত রয়েছে। বিশেষ করে, ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে চাকুরীকাল গণনা সংক্রান্ত বেআইনি সিদ্ধান্তের কারণে ৪৮,৭২০ জন শিক্ষক টাইমস্কেল সংক্রান্ত জটিলতায় ক্ষতির সম্মুখীন হয়েছেন।

২০২০ সালের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের পত্রটি বাতিলসহ জাতীয়করণকৃত শিক্ষকদের চাকুরি শর্তাদি নির্ধারণ আইন ২০১৩ অনুযায়ী সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানানো হয়। এছাড়াও প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব থেকে বঞ্চিত শিক্ষকদের নাম গেজেটে অন্তর্ভুক্তির আবেদন জানানো হয়েছে।

এনএ/

দেখুন: ডিজিএমকে কু পি য়ে জখম, পোষাক শ্রমিকদের নিরাপত্তা দাবি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন