24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

পেঁয়াজের দাম কমলেও আলুর বাজার চড়া

বাজারে আলুর দাম এখনো কমেনি। খুচরা পর্যায়ে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। তবে, পেঁয়াজের মূল্য এখন কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে। সাধারণ মানুষ অবশ্য বলছে, বাজারের এ নৈরাজ্য পরিস্থিতি ঠেকাতে সরকারের সমন্বিত উদ্যোগ্যের লক্ষণ দেখা যাচ্ছে না।

বাজার তিন সপ্তাহ আলুর মূল্য বাড়তি। হিমাগার পর্যায়ে স্থানীয় প্রশাসনের কঠোর তদারকি না থাকায় আলুর দর কমানো যাচ্ছে না।

এ কারণে খুচরা বাজারেও পণ্যটির মূল্য কমেনি। প্রতি কেজি আলু এখন পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। আর নতুন আলুর দাম ১২০ টাকা। মানুষ বলছে, গত তিনটা বছর, উচ্চ মূল্যস্ফীতির চাপ সামাল দিতে দিতে, এখন-সংসার চালানোই কঠিন।

অস্বস্তির বাজারে কিছুটা স্বস্তির খবর, পেঁয়াজের মূল্য কিছুটা কমেছে, বড় বাজারগুলোতে কেজি ১০ থেকে ১৫ টাকা কমে, অবশ্য এখনো কেজি ১২০ টাকা। যদিও খুচরায় খুব বেশি হেরফের হয়নি। বিক্রেতারা বলছেন, নতুন করে আর দাম বাড়াবে না।

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের প্রয়োজন ছিল, আগের সরকারের আমলে তা দেখা যায়নি। বাজারে আসা মানুষ বলছে, এই এই অন্তর্বর্তী সরকারের সময়েও কোনো সমন্বিত উদ্যোগের লক্ষণ তারা দেখছেন না।

শুল্ক ছাড়ের সুবিধা কারা পায়
শুল্ক ছাড়ের সুবিধা কারা পায়

এনএ/

আরও পড়ুন: কৃত্রিম সরবরাহ ঘাটতিতে বেড়েছে সয়াবিন তেলের দাম
দেখুন: নতুন পদ্ধতিতে চুয়াডাঙ্গায় গরমকালেও পেঁয়াজ চাষ
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন