জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’ এর অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। নির্বাচনের পর এটি তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমার অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য এবং দুর্নীতিগ্রস্ত, ভঙ্গুর, ব্যর্থ প্রশাসনকে সাফ করা।’
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ‘আমরা যে এভাবে জিতে যাবো, তা কেউ জানতো না। এটি একটি বড় বিজয় ছিল।’
এই অনুষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্পের (নির্বাচিত প্রার্থীর) বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
এনএ/
আরও পড়ুন: রতন টাটার সৎভাই পেলেন টাটা ট্রাস্টের দায়িত্ব