কোটা আন্দোলনে রাজধানীর উত্তরায় সংঘর্ষে প্রাণ গেছে বেশকজনের। সকাল থেকেই রণক্ষেত্র হয়ে ওঠে পুরো এলাকা। সংঘর্ষ চলেছে দিনভর।
একদিনে কোটা আন্দোলনকারী, আরেকদিনে আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষ আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র, রাজধানীর উত্তরা এলাকা।
সকালে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। কোটা না মেধা, মেধা মেধা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে উত্তরার হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী এলাকা।
এক পর্যায়ে পুলিশ বাধা দিলে, শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনকারীরাও ছুড়তে থাকেন ইট-পাটকেল।
এদিকে, সংঘর্ষে বেশকজনের নিহতের খবর আসে। আহত দুইশোর বেশি।
সকাল থেকেই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা উত্তরার জমজম টাওয়ারের সামনে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মূল সড়কে উঠতে চাইলে পুলিশ ও র্যাব তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।