25.2 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

দিনাজপুরে আত্রাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে আলোকঝাড়ি ইউনিয়নের পশ্চিম বাসুলী ফরিদাবাদ শাহপাড়ায় আত্রাই সবুজ সংঘ বন্ধু মহল নৌকা বাইজ কমিটির আয়োজনে নদীর দুই পাড়ে হাজারো মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন।

সরেজমিনে দেখা যায়, আত্রাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতাটি দেখতে নদীর দু’ পাড়ের হাজার হাজার নারী-পুরুষ-শিশু উপভোগ করেন। বিভিন্ন এলাকার (৮ টি ) দল নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, আ স ম গোলাম কিবরিয়া জেহাদ ,খেলা পরিচলনার দায়িত্বে ছিলেন আব্দুর রাকিব (মুকুল), ইঞ্জিনিয়ার কাইদুর জামান আজাদ, এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বাসুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হায়াৎ নূর, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার সাহিদুল ইসলাম,পল্লী চিকিৎসক মোকলেছুর রহমান সহ প্রমুখ।

রশিদুল বাইচ ও ভবেশ বাইচ এবং ভাই ভাই বাইচ নৌকা প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে খেলে। এতে প্রথম স্থান অধিকার করে রশিদুল বাইচ।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী প্রথম স্থান অধিকারী দলের হাতে একটি টিভি, ও দ্বিতীয় স্থান অধিকারী দলের হাতে একটি মোবাইল ফোন উপহার হিসেবে তুলে দেন।

পড়ুন : দিনাজপুরে খানসামায় সমন্বয়ক পরিচয়ে গাড়ি ভাংচুর, ২ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন