দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানের হল রুমে ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকালে পবিত্র শব -ই- মিরাজ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র শব -ই-মিরাজ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টো। অত্র আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আখতার বানু এর সভাপতিত্বে আলোচকের বক্তব্য রাখেন হাবিপ্রবি’র কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান এবং শহীদ আবরার ফাহাদ হলের সুপার প্রফেসর ড. মোঃ শোয়াইবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিল তুলনামূলক ধর্ম, পিএইচডি ফেলো আল-মোকারানাতুল আদিয়ান এবং দাওরায়ে হাদীছ হাফেজ আব্দুল্লাহ বিন আমিন, স্টেশন রোড দারুল হাদিস রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার সহকারী সেক্রেটারি মোঃ মিজানুর রহমান।অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মহাবিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহরাব আলী, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আনোয়ারুল ইসলাম প্রমূখ।
সম্পূর্ণ অনুষ্ঠানটি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অধ্যাপক হাবিবুর রহমানের পরিচালনায় অত্র মহাবিদ্যালয় এর সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।
পড়ুন: উপদেষ্টা পরিষদে গণ-অভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন
আর/


