গ্রীষ্মে দাবদাহে ভূগর্ভস্থ পানির উৎসের ওপর চাপ বেশি পড়ায় দিনাজপুরে পানির সংকট প্রকট হচ্ছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সদর উপজেলার শশড়া ইউনিয়নের গ্রামগুলোতে প্রায় চার হাজার টিউবওয়েলে পানি উঠছে না। পুকুর খাল বিলও শুকিয়ে চৌচির। পানির অভাবে বিপর্যস্ত জনজীবন।
সকাল বেলায় টিউবওয়েল খুব অল্প পরিমাণ পানি মিললেও বেলা বাড়ার সাথে সাথে একে বারেই পানিশূন্য হয়ে পড়ে টিউবওয়েলগুলো। এমন পরিস্থিতি দিনাজপুর সদর উপজেলার ৫নং শশড়ার প্রায় সব গ্রামে। এতে করে গ্রামের মানুষের গোসল, রান্নাবান্না, গৃহপালিত পশুর পানি খাওয়ানোর কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। কোথাও পানি ওঠার খবর পাওয়া গেলে সেখানে জড়ো হয় সাধারণ মানুষ।
অনেকে পুকুরের পানি ব্যবহার করছে খাওয়া ও গোসলের কাজে। এতে করে বাড়ছে চর্ম রোগ, জ্বর, সর্দি কাশি। পানির সংকট কাটাতে কেউ কেউ বাড়িতে গভীর নলকূপ বসিয়ে পানি তোলার চেষ্টা করছে নিজ উদ্যেগে। এলাকাবাসীর দাবি, সরকারি উদ্যোগে গভীর নলকূপ বসিয়ে পানি সমস্যা সমাধানের।